১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন- Best 5 mobile phone
আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা অল্প বাজেটের মধ্যে ভালো স্মার্টফোন খুঁজছে। তাদের জন্য আজ আমরা এমন পাঁচটি মোবাইল ফোন নিয়ে আলোচনা করব যেগুলো ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে অন্য সব মোবাইল ফোন থেকে অনেক ভালো হবে।
যে স্মার্টফোনগুলোর ডিজাইন,ব্যাটারির,কোয়ালিটি,ডিসপ্লে, ক্যামেরা অন্য সব স্মার্টফোন থেকে ভালো হবে।
১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন
১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোনখুঁজতে চাইলে আপনি কিছু পছন্দসই মডেল বিবেচনায় নিতে পারেন। একটি ভালো মোবাইল ফোন দরকারি বিশেষত্ব দেখে নির্দিষ্ট হয় এবং পূর্ণ সুযোগ প্রদান করে। আমি কিছু সুপারিশ করছি নিচের তালিকায় যা সম্পূর্ণ নির্ভরযোগ্য এবং সম্পূর্ণ পরিচিত মডেল:
- Infinix Hot 10 Play
- Realme C21
- Realme C31
- Tecno Spark 7 Pro
- Xiaomi Redmi 10C
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
সবার প্রথমে আমরা যে মোবাইলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Infinix Hot 10 Play এই মোবাইলটি ২০২০ সালের ২১ জানুয়ারি প্রথম বাজারে আসে। মোবাইলটির বিবরণ নিচে দেওয়া হল..
1. Infinix Hot 10 Play
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস ৯,৯৯০ টাকা ৩/৩২ জিবি আর ৪/৬৪ জিবি হচ্ছে১০,৯৯০ টাকা।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ওজন হচ্ছে – ২০৭গ্রাম।
- মোবাইলের ডিসপ্লে সাইজ – ৬.৮২ ইঞ্চি।
- ব্যাটারি ক্যাপাসিটি -৬০০০ মিলিএম্পায়।
- ১০ ওয়াটের ফাস্ট মোবাইল চার্জার।
- অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১০।
- ব্যাক ক্যামেরা রেজুলেশন – ডুয়েল ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা।
- ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন – ৮ মেগাপিক্সেল।
- মোবাইলের পিছনে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে।
- মুখের ফেসের মাধ্যমে মোবাইল খোলার ব্যবস্থা রয়েছে।
১২ হাজার টাকার মধ্যে ভালো ফোন বাংলাদেশ
এখন আমরা যে মোবাইল ফোনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Realme C21 যারা ১১ থেকে ১২ হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে চান তারা Realme C21 কিনতে পারেন। অল্প খরচের মধ্যে মোবাইলটি খুব ভালো হবে। বর্তমানে অল্প বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটির জনপ্রিয়তা অত্যন্ত বেশি।
নিচে মোবাইলটির বিবরণ দেখানো হয়েছে..
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস ১০,৯৯০ টাকা ৩/৩২ জিবি আর ৪/৬৪ জিবি হচ্ছে ১১,৯৯০ টাকা।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ওজন হচ্ছে – ১৯০ গ্রাম।
- মোবাইলের ডিসপ্লে সাইজ – ৬.৫ ইঞ্চি।
- ব্যাটারি ক্যাপাসিটি -৫০০০ মিলিএম্পায়।
- ১০ ওয়াটের ফাস্ট মোবাইল চার্জার।
- অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১০।
- ব্যাক ক্যামেরা রেজুলেশন -ট্রিপল ১৩+২+২ মেগাপিক্সেল ।
- ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন – ৫ মেগাপিক্সেল।
- মোবাইলের পিছনে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে।
- মুখের ফেসের মাধ্যমে মোবাইল খোলার ব্যবস্থা রয়েছে।
১৫ হাজার টাকার সেরা স্মার্টফোন
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস ১৪,৪৯০ টাকা ৪/৬৪ জিবি
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ডিসপ্লে সাইজ ৬.৫ ইঞ্চি।
- ব্যাটারি ক্যাপাসিটি -৫০০০ মিলিএম্পায়।
- ১০ ওয়াটের ফাস্ট মোবাইল চার্জার ।
- অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১১।
- ব্যাক ক্যামেরা রেজুলেশন – ট্রিপল ১৩+২+০.৩ মেগাপিক্সেল ।
- ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন – ৫ মেগাপিক্সেল।
- মোবাইলের সাইডে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে।
- মুখের ফেসের মাধ্যমে মোবাইল খোলার ব্যবস্থা রয়েছে।
- ইউএসবি টাইপ-সি
১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
মোবাইলটির বিবরণ নিচে দেওয়া হল..
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস ১৩,৪৯০ টাকা৪ /৬৪ জিবি আর ৬/৬৪ জিবি হচ্ছে ১৪,৯৯০ টাকা।
- মোবাইলের ডিসপ্লে সাইজ – ৬.৬ ইঞ্চি।
- ব্যাটারি ক্যাপাসিটি -৫০০০ মিলিএম্পায়।
- অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১১।
- ব্যাক ক্যামেরা রেজুলেশন -ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ।
- ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন – ৮ মেগাপিক্সেল।
- মোবাইলের ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে।
- মুখের ফেসের মাধ্যমে মোবাইল খোলার ব্যবস্থা রয়েছে।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল
আপনারা যারা ১৫ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা মোবাইল সন্ধান করছেন তারা Xiaomi Redmi 10C মোবাইলটি ক্রয় করতে পারেন। এই মোবাইলটির ব্যাক ক্যামেরা রেজুলেশন – ডুয়েল ৫০+২ মেগাপিক্সেল যা ১৫ হাজার টাকার মধ্যে ভালো মানের একটি মোবাইল ফোন।
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস ১৪,৪৯৯ টাকা৪ /৬৪ জিবি আর ৪/১২৮ জিবি হচ্ছে ১৫,৪৯৯ টাকা।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ডিসপ্লে সাইজ ৬.৭১ ইঞ্চি।
- ব্যাটারি ক্যাপাসিটি -৫০০০ মিলিএম্পায়।
- ১৮ ওয়াটের ফাস্ট মোবাইল চার্জার ।
- অপারেটিং সিস্টেম – অ্যান্ড্রয়েড ১১ (MIUI 13)।
- ব্যাক ক্যামেরা রেজুলেশন – ডুয়েল ৫০+২ মেগাপিক্সেল ।
- ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন – ৫ মেগাপিক্সেল।
- মোবাইলের সাইডে ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা রয়েছে।
- মুখের ফেসের মাধ্যমে মোবাইল খোলার ব্যবস্থা রয়েছে।
- মোবাইলের ওজন হচ্ছে – ১৯০ গ্রাম।
আরো জানুন: ২০ হাজার টাকার মধ্যে ভালো ৪টি ক্যামেরা
আমাদের শেষ কথা
আপনারা যারা ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন সন্ধান করছেন তাহারা এই পাঁচটি মোবাইল থেকে যে কোন একটি মোবাইল কিনে নিতে পারেন।
বর্তমান বাজারে যে সকল মোবাইল বাজারে এসেছে তারমধ্যে এই ৫টি মোবাইল আমার থেকে ১০ থেকে ১৫ হাজারের মধ্যে সেরা মনে হয়েছে। আপনারা যারা মোবাইল ফোন লাভার রয়েছেন তারা এখান থেকে যে কোন একটি মোবাইল ক্রয় করতে পারেন।