বাংলাদেশে সেরা বাটন মোবাইল - Best 3 button mobile
আমাদের মধ্যে অনেকে বাংলাদেশে সেরা বাটন মোবাইল – এই সম্পর্কে জানতে চাই। আপনিও যদি তাদের মত বাংলাদেশে সেরা বাটন মোবাইল সন্ধান করে থাকেন তাহলে আজকের এই কনটেন্ট আপনার জন্য।
স্মার্টফোনের পাশাপাশি বাটন মোবাইল অর্থাৎ ফিউচার ফোন সবাই ব্যবহার করতে চাই। কারণ স্মার্টফোনে বেশিক্ষণ চার্জ থাকেনা যার কারনে কথা বলার জন্য হলেও প্রত্যেকের একটা ফিউচার ফোন ব্যবহার করা প্রয়োজন।
আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের সেরা ৩টি বাটন মোবাইল নিয়ে আলোচনা করব। এজন্য আপনাকে পুরো আর্টিকেল মনোযোগ সহকারে শেষ পর্যন্ত পড়তে হবে।
কেন বাটন মোবাইল ব্যবহার করা প্রয়োজন
বর্তমানে স্মার্টফোন এর যুগে আমাদের সকলের প্রয়োজন একটি বাটন মোবাইল অর্থাৎ ফিউচার ফোন ব্যবহার করা।
কারণ আমরা যখন দূরে কোথাও যায় অথবা কাজে বিজি থাকি তখন আমাদের স্মার্ট ফোন চার্জ দিতে কষ্ট হয়ে যায়, যার কারণে অনেক সময় আমাদের মোবাইল বন্ধ হয়ে যায়। আর আমাদের মোবাইল বন্ধ হয়ে গেলে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনা, যার কারণে আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়।
আর অনেক সময় আমাদের স্মার্টফোন বহন করতে অসুবিধা হয়। তখন যদি আমাদের কাছে একটি ফিউচার ফোন থাকে তাহলে আমরা তা ব্যবহার করতে পারব।
যেহেতু ফিউচার ফোন বহন করা খুব ইজি। এছাড়াও ফিউচার কোন আমাদের আরো অনেক উপকারে কাজ আসে। এজন্য প্রয়োজন আমাদের সকলের স্মার্টফোনের পাশাপাশি একটি ফিউচার ফোন ব্যবহার করা।
1. Nokia 6310 – বাংলাদেশে সেরা বাটন মোবাইল
সর্বপ্রথম আপনাকে যে মোবাইলটির কথা বলবো সেটি হচ্ছে Nokia 6310 মডেলের মোবাইল। এই ফিউচার ফোনটি ২০২১ সালের জুলাই মাসে প্রথম বাজারে আসে। এ মোবাইলটি বাজারে আসার পর থেকে সবার নজর কেড়ে নেই।
এই মোবাইলটির ওজন হচ্ছে ৯০ গ্রাম যা বহন করা খুব সহজ। এ মোবাইলের ডিজাইন কোয়ালিটি অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে।
মোবাইলটি ডিসপ্লে সাইজ হচ্ছে ২.৮” ইঞ্চি এবং এই মোবাইলটিতে দুইটা সিম সাপোর্ট করবে। এছাড়াও এ মোবাইলের সাথে ১১৫০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি রয়েছে।
এই মোবাইলের অফিশিয়াল প্রাইস হচ্ছে ৪০০০ টাকা। আপনারা যারা বাংলাদেশে সেরা বাটন মোবাইল খুঁজছেন তারা এই মোবাইলটি কিনে নিতে পারেন।
আপনি ভালোভাবে বোঝার জন্য নিচে মোবাইলটির বিবরণ তুলে ধরা হলোঃ
- মোবাইলটির RAM 8 MB এবং ROM 16 MB.
- মোবাইলটির ওজন হচ্ছে ৯০ গ্রাম।
- মোবাইলটিতে 3G পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করবে।
- মোবাইলটির ক্যামেরা হচ্ছে VGA.
- মোবাইলটিতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে ২.৮ ইঞ্চি।
- মোবাইলের মাল্টিমিডিয়া হচ্ছে MP3.
- মোবাইলের ব্যাটারি হচ্ছে ১১৫০ মিলিএম্পায়ার।
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস হচ্ছে ৪,০০০ টাকা।
অন্য পোস্ট :-২০ হাজার টাকার মধ্যে ভালো ক্যামেরা ফোন – Best 4 camera phone
2. Nokia 110 4G – বাংলাদেশে সেরা বাটন মোবাইল
দ্বিতীয়ত আমরা যে মোবাইলটির কথা বলব সেটি হচ্ছে Nokia 110 4G. এই মোবাইলটি সর্বপ্রথম 2021 সালের জুলাই মাসে বাজারে আসে। আপনারা যারা বাংলাদেশে সেরা বাটন মোবাইল খুঁজছেন তারা এই মোবাইলটি কিনে নিতে পারেন।
কারণ নোকিয়া মোবাইল ফোনগুলো অনেক ভাল এটা আমরা সকলেই জানি। এছাড়াও এই মোবাইল ব্যবহার করে অনেকে ভালো রিভিউ দিয়েছে।
এই মোবাইলের মধ্যে 4G পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করে যা অনেক বাটন মোবাইলে দেখা যায় না। এছাড়াও এই মোবাইলের মধ্যে এফএম রেডিও ব্যবহার করা যায় এবং MP3 ও MP মাল্টিমিডিয়া সাপোর্ট করে।
এই মোবাইলের বিবরণ নিচে দেওয়া হলঃ
- মোবাইলটির RAM 128 MB এবং ROM 48 MB.
- মোবাইলটির ওজন হচ্ছে ৮৫ গ্রাম।
- মোবাইলটিতে 4G পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করবে।
- মোবাইলটির ক্যামেরা হচ্ছে VGA.
- মোবাইলটিতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে ১.৮ ইঞ্চি।
- মোবাইলের মাল্টিমিডিয়া হচ্ছে MP3 ও MP4.
- মোবাইলের ব্যাটারি হচ্ছে ১০২০ মিলিএম্পায়ার।
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস হচ্ছে ৩,৭৯০ টাকা।
অন্য পোস্ট :-১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন- Best 5 mobile phone
3. Nokia 150 – বাংলাদেশে সেরা বাটন মোবাইল
তৃতীয়ত আমরা যে মোবাইল ফোনটি নিয়ে কথা বলব সেটি হচ্ছে Nokia 150. এই মোবাইলটি সর্বপ্রথম 2021 সালের মে মাসে বাজারে আসে।
এই মোবাইলটির ওজন হচ্ছে ৯০ গ্রাম যা বহন করা খুব সহজ। এ মোবাইলের ডিজাইন কোয়ালিটি অত্যন্ত সুন্দর করে তৈরি করা হয়েছে।
মোবাইলটি ডিসপ্লে সাইজ হচ্ছে ২.৪” ইঞ্চি এবং এই মোবাইলটিতে দুইটা সিম সাপোর্ট করবে। এছাড়াও এ মোবাইলের সাথে ১০২০ মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি রয়েছে।
এই মোবাইলের অফিশিয়াল প্রাইস হচ্ছে ৩,৪৯৯ টাকা। আপনারা যারা বাংলাদেশে সেরা বাটন মোবাইল খুঁজছেন তারা এই মোবাইলটি কিনে নিতে পারেন।
আপনি ভালোভাবে বোঝার জন্য নিচে মোবাইলটির বিবরণ তুলে ধরা হলোঃ
- মোবাইলটির ওজন হচ্ছে ৯০ গ্রাম।
- মোবাইলটিতে ২G পর্যন্ত নেটওয়ার্ক সাপোর্ট করবে।
- মোবাইলটির ক্যামেরা হচ্ছে VGA.
- মোবাইলটিতে ১৬ জিবি পর্যন্ত মেমোরি সাপোর্ট করবে।
- মোবাইলটিতে দুটি সিম ব্যবহার করা যাবে।
- মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে ২.৪ ইঞ্চি।
- মোবাইলের মাল্টিমিডিয়া হচ্ছে MP3.
- মোবাইলের ব্যাটারি হচ্ছে ১০২০ মিলিএম্পায়ার।
- মোবাইলটির অফিশিয়াল প্রাইস হচ্ছে ৩,৪৯৯ টাকা।