অফিশিয়াল ভাবে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা 2022
বিশ্বকাপের জন্য ব্রাজিল সহ অনেক দেশ তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে আগে। আর্জেন্টিনার সমর্থকরা তাদের প্রিয় দলের স্কোয়াডের অপেক্ষায় ছিলে এতদিন। আর ইতিমধ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
স্কোয়াড ঘোষণার পর স্কালোনি বলেন, আমাদের স্বপ্নযাত্রা শুরু হয়ে গেছে। আর যেসব খেলোয়াড়দের নাম রয়েছে তারা আমাদের সম্মান রক্ষা করবে। আর তিনি বলেন চলো ভক্ত-সমর্থকেরা যে আশা করছে চলো সেই আশা পূরণ করি, একসঙ্গে।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা রয়েছে ‘সি’ গ্রুপে। আর যেখানে তাদের প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। ২২ নভেম্বর বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষের ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। এরপর ২৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর ১ ডিসেম্বর গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে পোল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
এটা হচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সেটা অবশ্য আগে থেকেই তিনি ঘোষণা দিয়েছেন। আর্জেন্টিনার খেলোয়াড়রা এবার অন্তত মেসির জন্য হলেও বিশ্বকাপ জেতার সর্বাত্মক চেষ্টাটা করবে।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড
লিওনেল স্কালোনির বিশ্বকাপ স্কোয়াড।
আর্জেন্টিনার গোলরক্ষক
১. এমিলিয়ানো মার্টিনেজ
২. ফাঙ্কো আরমানি
৩. জেরোনিমো রুলি।
আর্জেন্টিনার ডিফেন্ডার
১. নাহুয়েল মলিনা
২. গঞ্জালো মন্তিয়েল
৩. নিকোলাস ওটামেন্দি
৪. লিসান্দ্রো মার্টিনেজ
৫. নিকোলাস টালিয়াফিকো
৬. মার্কোস আকুনইয়া
৭. হুয়ান ফয়েথ
৮. ক্রিশ্চিয়ান রোমেরো
৯. জার্মান পেজ্জেলা
আর্জেন্টিনার মিডফিল্ডার
১. লিয়ান্দ্রো পারেদেস
২. গুইদো রদ্রিগেজ
৩. রদ্রিগো ডি পল
৪. আলেজান্দ্রো পাপু গোমেজ
৫. এনজো ফার্নান্দেজ
৬. এক্সকুয়েল প্যালাসিওস
৭. অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আর্জেন্টিনার ফরোয়ার্ড
১. অ্যাঞ্জেল ডি মারিয়া
২. লাওতারো মার্টিনেজ
৩. জুলিয়ান আলভারেজ
৪. নিকোলাস গঞ্জালেজ
৫. জোয়াকিন কোরেয়া
৬. পাওলো দিবালা
৭. লিওনেল মেসি।