বৃহস্পতি গ্রহ ও দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য- Jupiter Best ditails 2023

বৃহস্পতি গ্রহে দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য

বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটিকে বলা হয় গ্রহরাজ।  এটি আমাদের সোলার সিস্টেমের মধ্যে সূর্য থেকে পঞ্চম স্থানে অবস্থান করছে। এক গবেষণা থেকে জানা যায় যে আমাদের সৌরজগতের মধ্যে বৃহস্পতি সবচেয়ে পুরাতন গ্রহ। আর বৃহস্পতি গ্রহের মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা তথ্য।

বৃহস্পতি গ্রহ ও দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য

আজ আমরা বৃহস্পতি গ্রহ ও দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য গুলো নিয়ে আলোচনা করব। বৃহস্পতি গ্রহ ও দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য গুলো জানার আগে আপনাকে বৃহস্পতি গ্রহ সম্পর্কে ধারণা নিতে হবে। এজন্য আপনাকে কন্টেনটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে।

বৃহস্পতি গ্রহ Meaning in English

বৃহস্পতি গ্রহের ইংরেজি নাম হচ্ছে – Jupiter এবং এর প্রতিশব্দ হচ্ছে রোমানদের দেবরাজ।

বৃহস্পতি গ্রহের উপগ্রহের নাম

বৃহস্পতি গ্রহের উপগ্রহ বা চাঁদ হচ্ছে ৭৯ টি । এই ৭৯ টি উপগ্রহের মধ্যে ৪ টির আয়তন বড়।

এই ৪ টি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো। এগুলোকে আবিষ্কারকের নাম হিসেবে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়।

বৃহস্পতি গ্রহের উপগ্রহের নাম হলোঃ

  1. মেটিস – (Metis)
  2. অ্যাড্রাস্টিয়া – (Adrastea)
  3. অ্যাড্রাস্টিয়া – (Adrastea)
  4. অ্যামালথিয়া – (Amalthea)
  5. থীবী – (Thebe)
  6. আইয়ো – (Io)
  7. ইউরোপা – (Europa)
  8. গ্যানিমেড – (Ganymede)
  9. ক্যালিস্টো -(Callisto)
  10. থেমিস্টো – (Themisto)
  11. থেমিস্টো – (Themisto)
  12. লেডা – (Leda)
  13. হিমালিয়া – (Himalia)
  14. লিসিথিয়া – (Lysithea)
  15. এলারা – (Elara)
  16. ডিয়া – (Diya)
  17. কার্পো – (Carp
  18. এক্ইসউপোরি – (Euporie)
  19. এস/২০০৩ জে ৩ – (S/2003 J 3)
  20. এস/২০০৩ জে ১৮ – (S/2003 J 18)
  21. থেলজিনো – (Thelxinoe)
  22. ইউয়ান্থ – (Euanthe)
  23. হেলিক – (Helike)
  24. ওর্থোসাই – (Orhtosie)
  25. লোকাস্ট – (Locaste)
  26. এস/২০০৩ জে ১৬ – (S/2003 J 16)
  27. প্র্যাক্সিডিক – (Praxidike)
  28. হার্পালিক – (Harpalyke)
  29. নেম – (Mneme)
  30. হারমিপ – (Hermippe)
  31. থাইয়োন – (Thyone)
  32. আনাক – (Anake)
  33. হার্স – (Herse)
  34. অ্যাল্টন – (Altne)
  35. কেল – (Kale)
  36. টাইগেট – (Taygete)
  37. এস/২০০৩ জে ১৯ – (S/2003 J 19)
  38. কালডেনে – (Chaldene)
  39. কালডেনে – (Chaldene)
  40. এক্এসস/২০০৩ জে ১০ – (S/2003 J 10)
  41. এস/২০০৩ জে ২৩ – (S/2003 J 23)
  42. এরিনোম – (Erinome)
  43. এওয়েড – (Aoede)
  44. ক্যালিকোর – (Kallichore)
  45. ক্যালাইক – (Kalyke)
  46. কার্ম – (Carme)
  47. ক্যালিরহো – (Callirrhoe)
  48. ইউরিডোম – (Eurydome)
  49. প্যাসিথি – (Pasithee)
  50. কোর – (Kore)
  51. সাইলিন – (Cyllene)
  52. ইউকেল্যাড – (Eukelade)
  53. এস/২০০৩ জে ৪ – (S/2003 J4)
  54. প্যাসিফা – (Pasiphae)
  55. হেজেমোন – (Hegemone)
  56. আর্ক- (Arche)
  57. আইসোনো – (Isonoe)
  58. এস/২০০৩ জে ৯ – (S/2003 J 9)
  59. এস/২০০৩ জে ৫ – (S/2003 J 5)
  60. সিনোপ – (Sinope)
  61. স্পোন্ড – (Sponde)
  62. অতনয় – (Autonoe)
  63. মেগাক্লাইট – (Megaclite)
  64. এস/২০০৩ জে ২ – (S/2003 J 2)
  65. এস/২০১০ জে ১ – (S/2010 J 1)
  66. এস/২০১০ জে ২ – (S/2010 J
  67. এস/২০১১ জে ১ – (S/2011 J 1)
  68. এস/২০১১ জে ২ – (S/2011 J 2)
  69. এস/২০১৬ জে ১ – (S/2016 J1)
  70. এস/২০১৭ জে ১ – (S/2017 J
  71. এক্এসস/২০১৭ জে ২ – (S/2017 J2)
  72. এস/২০১৭ জে ৩ – (S/2017 J3)
  73. এস/২০১৭ জে ৪ – (S/2017 J4)
  74. এস/২০১৭ জে ৫ – (S/2017 J5)
  75. এস/২০১৭ জে ৬ – (S/2017 J6)
  76. এস/২০১৭ জে ৭ – (S/2017 J7)
  77. এস/২০১৭ জে ৮ – (S/2017 J8)
  78. এস/২০১৭ জে ৯ – (S/2017 J9)
  79. এস/২০১৮ জে ১ – (S/2018 J1)

বৃহস্পতি গ্রহের আয়তন কত

বৃহস্পতি গ্রহের আয়তন হচ্ছে  ১.৪৩১২৮ × ১০১৫ কিলোমিটার।

বৃহস্পতি গ্রহ আমাদের পৃথিবী থেকে প্রায় ১৩২১ গুন বড়। অর্থাৎ, আমাদের পৃথিবীর মত এরকম ১৩২১ টা পৃথিবী বৃহস্পতি গ্রহে রাখা যাবে।

আর বৃহস্পতি গ্রহের ব্যাস হচ্ছে ১,৪২,৮০০ কিলোমিটার। এই গ্রহটি সূর্য থেকে প্রায় ৭৭৮.৫ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত।

বৃহস্পতি গ্রহের ভর  আমাদের পৃথিবীর তুলনায় ৩১৮ গুণ বেশি। কিন্তু মজার ব্যাপার হলো বৃহস্পতির ভরের তুলনায় সূর্যের ভর আরো ১০৪৭ গুণ বেশি।

বৃহস্পতি গ্রহের মহাকর্ষণ বল হচ্ছে (Gravity): 24.79 m/s²

বৃহস্পতি গ্রহের প্রভাব পৃথিবীতে

আপনি হয়তো জানেন না, বৃহস্পতি গ্রহ না থাকলে আমাদের পৃথিবী এত সুন্দর হত না। পৃথিবীতে মানুষের বসবাস হুমকি সৌরভ হয়ে  পড়তো। বৃহস্পতি গ্রহের প্রভাব পৃথিবীতে পড়ার কারণে আমরা পৃথিবীতে সুন্দর ভাবে বসবাস করতে পারি।

আপনি হয়তো বলতে পারেন আমাদের পৃথিবীর সাথে বৃহস্পতির আবার কিসের সম্পর্ক?

বৃহস্পতি গ্রহের সাথে পৃথিবীর অনেক গভীর সম্পর্ক রয়েছে। বৃহস্পতি গ্রহের ম্যাগনেটিক পাওয়ার অনেক বেশি এবং অনেক বড়, যার কারণে মহাকাশ থেকে উল্কাপিণ্ড গুলো পৃথিবীতে পড়ার আগে বৃহস্পতি গ্রহ তার ম্যাগনেটিক শক্তির দ্বারা নিজের বুকে টেনে নেই, যার কারণে আমাদের পৃথিবী যুগ যুগ ধরে মহাকাশে থাকা উল্কাপিণ্ড এবং অ্যাস্ট্রয়েড এর হাত থেকে রক্ষা পাচ্ছে। বৃহস্পতি গ্রহের প্রভাব পৃথিবীতে এইভাবে ভূমিকা পালন করে।

বৃহস্পতি গ্রহে দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য

বৃহস্পতি গ্রহে দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য

আপনি হয়তো বৃহস্পতি গ্রহের নাম শুনেছেন কিন্তু বৃহস্পতি গ্রহে দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য সম্পর্কে শুনেননি।

বৃহস্পতি গ্রহের মধ্যে গ্রেট রেড স্পট নামে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে প্রায় ৩৬৫ বছর ধরে ঘূর্ণি ঝড় হচ্ছে। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার মত কথা।

আপনি হয়তো বলতে পারেন এত বছর ধরে কিভাবে ঘূর্ণিঝড় হচ্ছে?

বৃহস্পতি গ্রহকে বলা হয় গ্যাস জায়েন্ট। এর মধ্যে কোন কঠিন পদার্থ নেই। বৃহস্পতি গ্রহ সূর্যের মতো প্রায়  হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। আর বৃহস্পতি গ্রহের মধ্যে কোন সলিড পদার্থ (ভূপৃষ্ঠ) না থাকায় বৃহস্পতি গ্রহের ঘূর্ণিঝড় তাদের শক্তি হারায় না, যার কারণে বৃহস্পতি গ্রহের গ্রেট রেড স্পট এর মধ্যে একটানা ৩৬৫ বছর ধরে বৃষ্টি হচ্ছে।

আর বৃহস্পতি গ্রহের মধ্যে ঘূর্ণিঝড় হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। যেমন বৃহস্পতি গ্রহের ঘূর্ণন অত্যন্ত বেশি। প্রায় প্রতি ৯ ঘন্টায় একবার তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে যা সৌরজগতের আর কোন গহের হয়না। এই গ্রহের ২৯০০০ মাইল প্রতি ঘন্টার বেগ সৌরজগতের সমস্ত গ্রহ কে হার মানায়।

গ্রেট রেড স্পট এর জায়গার পরিমাণ এত বেশি যা দুইটি পৃথিবীর সমান।

আমাদের শেষ কথা

আজ আমরা বৃহস্পতি গ্রহ ও দানবীয় ঘূর্ণিঝড় এর রহস্য তুলে ধরেছি।

সৌরজগতের যে গ্রহ গুলো রয়েছে তার মধ্যে বৃহস্পতি খুব অস্বাভাবিক এবং রহস্যময়। বৃহস্পতি গ্রহ পুরোটা গ্যাস দ্বারা গঠিত। আর বৃহস্পতি গ্রহের কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড বৃহস্পতি গ্রহকে রহস্যময় করে তুলেছে।

বৃহস্পতি গ্রহের ৭৯ টি উপগ্রহ, বৃহস্পতি গ্রহের ম্যাগনেটিক শক্তি যা আমাদের পৃথিবী কে বিভিন্ন উল্কাপিন্ডের হাত থেকে রক্ষা করছে, পুরো বৃহস্পতি গ্রহ বায়ুমণ্ডল দ্বারা গঠিত, গ্রেট রেড স্পট সহ আরো অনেক কর্মকাণ্ডের জন্য বৃহস্পতি গ্রহ রহস্যময়।

আরও পড়ুন:-

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url